বান্দরবানে সাইমন-বুবলীর রোমান্স

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২২, ১২:৫৩ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হওয়া নিম্নচাপের কারণে রবিবার মধ্যরাত থেকে সারা দেশে বৃষ্টি হলেও বান্দরবানের আকাশে দেখা দিয়েছে ঝলমলে রোদ। এই সময়েই জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমার শুটিং চলছে বান্দরবানে। সিনেমার একটি রোমান্টিক গানে অংশ নিয়েছেন সাইমন ও বুবলী।
সাইমন সাদিক বলেন, অনেক দিন পর আমার গুরু জাকির হোসেন রাজুর পরিচালনায় কাজ করছি। এখন আমরা বান্দরবানে একটি গানের শুটিং করছি। এখানের মনোরম পরিবেশে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।
গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় শুরু হয় চাদর সিনেমার শুটিং। নায়ক সাইমন জানান, আগামী ২৮ অক্টোবরের মধ্যে শুটিং পর্ব পুরোপুরি শেষ হবে।
সরকারি অনুদান ও বিএফডিসির প্রযোজনায় নির্মিত হচ্ছে চাদর সিনেমাটি। চাদর সিনেমা দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর প্রযোজনায় নেমেছে বিএফডিসি। এতে সাইমন-বুবলীর সঙ্গে আরও থাকছেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকে।