বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ছাতকের ফাতেমা বেগম

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২, ৮:১৫ অপরাহ্ণ
সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ছাতকের ফাতেমা বেগম। তিনি উপজেলার দোলারবাজার ইউনিয়নের চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ নির্বাচনে তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষিকা নির্বাচিত হন।
ফাতেমা বেগম প্রথমে ছাতক উপজেলা পর্যায়ে পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে ছাতক বাসীর জন্য সুনাম কুঁড়িয়েছেন তিনি। ফাতেমা বেগমের নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মান অনেক উন্নিত হয়েছে বলে জানা গেছে।
এ বিদ্যালয়ের জন্য তিনি দেশ-বিদেশে আরো সুনাম বয়ে আনবেন এমনই প্রত্যাশা করছেন বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।