মাধবপুরে কালনী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২২, ৮:২৬ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট রেল সেকশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক মারা গেছেন। সোমবার (৩১ অক্টোবর)সকাল সাড়ে ৯টার দিকে নোয়াপাড়া রেল ষ্টেশনের অদূরে শাহপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার এসআই শুভ দে জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।