কোম্পানীগঞ্জে আইনশৃংখলা বিষয়ক বিট পুলিশিং সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২২, ৫:৩৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জের ২নং ইসলামপূর পূর্ব ইউনিয়নে বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ সার্কেল) প্রবাস কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি( তদন্ত) মোঃ আলামিন।
বিট পুলিশিং সভা সঞ্চালনা করেন এসআই গুপেশ দাশ । বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন, আওয়ামীলীগ নেতা তারা মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাবেক মেম্বার আরাফাত আলী, ডাঃ রফিক চৌধুরী, মাসুক মেম্বার, আব্দুস সালাম, কৃপাসিন্ধু দেবনাথ গৌরাঙ্গ,ফয়জুল হক। সভায় বক্তারা পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাই পুলিশ আর জনতার পারস্পারিক সম্পর্ক হবে সৌহাদ্যপূর্ণ এমনটাই মনে করেন সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা ও গণ্যমান্য ব্যক্তিগণ।