তাহিরপুরে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী জখম

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২২, ৫:৪৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলী হোসেন নামে এক ব্যবসায়ী ছুরিকাঘাতে জখম হয়েছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৯টায় সীমান্ত এলাকার বাগলী বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগলি বাজারস্থ আমিনুল হকের চায়ের দোকানে আলী হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ করে পিছন থেকে এসে আলী হোসেনের গলা লক্ষ্য করে ছুরি চালায় আলতাফ হোসেন নামে এক যুবক। এ সময় পাশে থাকা উসমান মিয়া আলী হোসেনকে ধাক্কা দিলে ছুরিটি আলী হোসেনের গলার বামপাশে দেবে যায়। এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ব্যাপারে ব্যবসায়ী আলী হোসেন জানান, বাগলি বাজারের আমিনুল হকের দোকানের সামনে বসে চা পান করছিলেন তিনিসহ কয়েকজন ব্যবসায়ী। হঠাৎ করে পেছন দিক থেকে এসে তাকে ছুরিকাঘাত করে আলতাফ হোসেন। এ ঘটনায় মামলা করবেন তিনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, বাগলি বাজারে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনাটি তিনি শুনেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।