মিশু স্মরণে সিলেটে ‘হৃদয়ে বহমান’ অনুষ্ঠান শুক্রবার

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২২, ১০:১৫ অপরাহ্ণ
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক, নন্দিত মডেল, ক্রীড়া সংগঠক, রাজনীতিবীদ, মানবিক সমাজকর্মী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিসফাক আহমদ চৌধুরী মিশুর আকস্মিক প্রয়াণে সিলেটের সকল নাট্য ও সংস্কৃতিক কর্মীদের সহযোগিতায় সম্মিলিত নাট্য পরিষদের ‘হৃদয়ে বহমান’ স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ১মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি (ভারপ্রাপ্ত) উজ্জ্বল দাস ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মিসফাক আহমদ মিশুর সকল শুভাকাঙ্খী, শুভানুধ্যায়িদের উপস্থিত থাকার জন্য বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন।