মৌলভীবাজারে খ্যাতিমান দুই ব্যক্তির নামে সড়ক

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ১:৩৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে খ্যাতিমান দুই ব্যক্তির নামে পৌর শহরের দুটি সড়কের নামকরণ করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সড়ক দুটি উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
সড়কগুলো হচ্ছে খান বাহাদুর সৈয়দ সিকন্দার আলী ও সৈয়দ মুজতবা আলী সড়ক। খান বাহাদুর সৈয়দ সিকন্দার আলী মৌলভীবাজার মিউনিসিপ্যালিটির কমিশনার ও প্রথম শ্রেণির আনারারি ম্যাজিস্ট্রেট ছিলেন। তার তিন ছেলে সৈয়দ মোস্তফা আলী, সৈয়দ মুর্তাজা আলী ও সৈয়দ মুজতবা আলী এবং মেয়ে সৈয়দা হাবিবুন্নেছা বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক।
এ সময় উপস্থিত ছিলেন খান বাহাদুর সৈয়দ সিকন্দার আলীর ভাতিজা সৈয়দ রুহুল আমিন, সাবেক চেম্বার অব কমার্সের পরিচালক এম এ আহাদ, সমাজসেবক মো. সাবের আহমদ, সমাজসেবক সৈয়দ মোতালিব হোসেন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, কাউন্সিলর মো. ফয়সল আহমদ, কাউন্সিলর সৈয়দ সেলিম হক, কাউন্সিলর সালেহ আহমেদ, সিনিয়র সাংবাদিক আকমল হোসেন নিপু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা সভাপতি তমাল ফেরদৌস, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মো. মুজাহিদ আহমদ, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল প্রমুখ।