শান্তিগঞ্জে ২ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২২, ৯:০২ অপরাহ্ণ
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তারা হলেন, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বীরকলস গ্রামের বীর মুক্তিযোদ্ধা রহিদ আলী (৭০) ও একই ইউনিয়নের আক্তাপাড়া (নোয়াগাঁও) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান (৬৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা রহিদ আলী গত সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
পরে মঙ্গলবার বিকাল ২টায় দরগাপাশা ইউনিয়নের বাংলাবাজার মাঠে বীর মুক্তিযোদ্ধা রহিদ আলীকে এবং বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে দরগাপাশা নোয়াগাঁও গ্রামে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাদেরকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা রহিদ আলী ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।