জগন্নাথপুরে পরোয়ানাভূক্ত আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৮:৫৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী বৃহস্পতিবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী পজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে আবুল কালাম।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, আমাদের থানার এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।