ছাতকে সীমান্তে বিজিবির বোমা উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ-ভারত সীমান্তে এলাকা থেকে ২টি বোমা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির সহকারী পরিচালক ফারুক আহমদ।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের পাশে বাংলাদেশ ভারত সীমান্তের ১২৪৩/৯s পিলারের পার্শ্ববর্তী লুবিয়া বিওপির বিজিবি কমান্ডার হাবিলদার সুলতানের নেতৃত্বে ২টি বোমা উদ্ধার করা হয়েছে।
বোমা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ৪৮ বিজিবির সহকারী পরিচালক ফারুক আহমদ জানান, ছাতক থানায় বার্তা প্রদান করা হয়েছে। বাকি আইনি প্রক্রিয়ার কাজটা তারাই করবেন বলেও জানান তিনি।