সিলেটে অনুমোদনহীন ও নকল পণ্য বিক্রি, জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৩, ১০:৪০ অপরাহ্ণ
সিলেট নগরীতে অনুমোদনহীন পণ্য ও ভেজাল প্রসাধনী বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়।নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৪ এপ্রিল) তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ওইদিন দুপুর ১২টা দিকে নগরীর লালাদিঘিরপাড় নিউ মার্কেটে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালক (সিলেট মেট্রো) শ্যামল পুরকায়স্থ।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমদানিকারকের হলোগ্রামযুক্ত স্টিকার না থাকা ও নকলপণ্য বিক্রির দায়ে লালদিঘিরপাড় নিউ মার্কেটের নিউ লক্ষী ভান্ডারকে ২০ হাজার টাকা, মেসার্স মেহেদী ষ্টোরকে ১০ হাজার টাকা ও সুদর্শন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এসময় মহাজনপট্টিতে কাপড় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্য তামান্না আক্তার ও ধীমান ঘোষ। অভিযানে র্যাব-৯’র একটি অভিযানিক দলও এসময় উপস্থিত ছিল।
অভিযান শেষে শ্যামল পুরকায়স্থ সাংবাদিকদের জানান, ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন কাপড় ও প্রসাধনীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় নকল প্রসাধনী এবং বিদেশী চকলেটের প্যাকেটের গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের সিল না থাকায় তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের সময় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে।