কানাইঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাট উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মাসুদা বেগম। তিনি উপজেলার নারাইনপুর গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে বাড়ির রান্নাঘরের ঝুলন্ত অবস্থায় মাসুদার লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত মাসুদার লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে আছে।
ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।