স্মার্ট ওয়ার্ড গঠন করতে চান অ্যাডভোকেট শিমন

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৩, ৫:১৬ অপরাহ্ণ
নগরীর ১৫ নং ওয়ার্ড সিসিকের ভিআইপি ওয়ার্ড বলে খ্যাত। ফলে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডের কাউন্সিলরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের। তিনি টানা দুইবারের কাউন্সিলর। এবার এই ওয়ার্ড থেকে নির্বাচন করতে আগ্রহী অন্তত ৫ জন কাউন্সিলর প্রার্থী। তবে বর্তমান কাউন্সিলরকে নিয়ে আগ্রহবোধ না থাকলেও এবার সাড়া জাগাচ্ছেন এডভোকেট কায়ছার হাসান শিমন।
অ্যাডভোকেট কায়ছার হাসান শিমন শিক্ষা জীবনে পাইলট স্কুল থেকে এস.এস.সি. সিলেট সরকারী কলেজ থেকে এইচ.এস.সি এবং এমসি বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.এ এবং এল.এল.বি সমাপ্ত করেন। ২০০১ ইং সনে তিনি বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত হন।তিনি সিলেট জেলা বারে ফৌজদারী আইনজীবী হিসাবে কর্মরত এবং একজন সাবেক এ.পি.পি।
অ্যাডভোকেট কায়ছার হাসান শিমন ২০০৫ ইং সনে আমি সিলেট জেলা আইনজীবী সমিতির “সমাজ বিষয়ক সম্পাদক” হিসাবে নির্বাচিত হন। তিনি ১৯৯৩ ইং সনে সর্বাধিক ভোটে সিলেট ল’ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ‘ভিপি’ নির্বাচিত হন। তিনি সম্মিলিত প্রয়াসে সিলেট ল’ কলেজের নিজস্ব ভূমিতে সর্বপ্রথম কলেজের ভবন তৈরীর কাজ করেন। যতরপুরস্থ এলাকার দীর্ঘ ঐতিহ্যের ধারক ও বাহক নবপূষ্প ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার তিনি সাধারণ সম্পাদক এবং পরবর্তী- তে ২০১৮ ইং পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। দুই মেয়ে ও এক কন্যা সন্তানের জনক কায়ছার হাসান শিমনের দুই মেয়ে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেন এবং একমাত্র ছেলে সিলেট শহরের একটি হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত।
১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনি বলেন, ‘কোনোদিন চাইনি সিসিক নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হবো। তবে গুরুত্বপূর্ণ ১৫ নং ওয়ার্ড বারবার অবহেলিত থাকার দৃশ্য হৃদয়ে নাড়া দিতো। এলাকাবাসীকে এ বিষয়ে বিভিন্ন সময়ে নানা ক্ষোভ প্রকাশ করতে দেখেছি। সবকিছু মিলিয়ে এলাকাবাসীর বৃহৎ একটি অংশের বৈঠক শেষে আমাকে প্রার্থী করার জন্য অনুরোধ করা হয়। আমি এলাকার মুরুব্বীয়ান ও তরুণ সমাজের অনুরোধের প্রতি সম্মান রাখতেই এবা্র কাউন্সিলর পদের নির্বাচন করতে সম্মত হয়েছি।’
তিনি বলেন, সততা ও নিষ্টার সাথে মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই অবহেলিত ১৫ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাস্তাঘাট, পানি সরবরাহ ও ড্রেনেজ সমস্যা দূরিকরণসহ পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আপনাদের সবার আন্তরিক সহমর্মিতা, সদয় সমর্থনসহ দোয়া এবং আশির্বাদ প্রার্থী।