সিসিক নির্বাচন : মেয়র পদে আ’লীগের ৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ণ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৫ নেতা। রোববার (৯ এপ্রিল) সকাল থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
এদিন বিকাল ৫ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হতে ৫ নেতা দলীয় মনোনয়ান ফরম কিনেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু।
সূত্র জানায়, আনোয়ারুজ্জামান চৌধুরী ও ড. আরমান আহমদ শিপলু স্বয়ং উপস্থিত থেকে মনোনয়ান ফরম সংগ্রহ করেন। আসাদ উদ্দিন আহমদের পক্ষে ছাত্রলীগ মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, অধ্যাপক জাকির হোসেনের পক্ষে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান সুবহান দিপন এবং আজাদুর রহমান আজাদের পক্ষে জেলা ছাত্রলীগ নেতা সালমান আহমদ মনোনয়ানপত্র সংগ্রহ করেন।
রোববার (০৯ এপ্রিল) থেকে বুধবার (১২ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমাদান চলবে।