ক্রিমিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ
অধিকৃত ক্রিমিয়ায় রুশ বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ বাধতে পারে ইউক্রেনের। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা যায়, সেখানে পরিখা খনন করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছেন রুশ সেনারা। খবর আলজাজিরার।
ইউক্রেনে গত বছর বিশেষ সামরিক অভিযান চালানোর আট বছর আগে ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। ইউক্রেনের সামরিক অভিযানের শঙ্কায় রাশিয়া ক্রিমিয়ার চারদিকে পরিখা খনন করে রেখেছে। সেখানে সতর্ক পাহারায় আছেন রুশ সেনারা।