যে কারণে নগরবাসীর দৃষ্টিতে আনোয়ারুজ্জামান

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
ছোটো বেলায় পাঠ্যবই থেকে মুজিব নামের সাথে পরিচয়। তারও পরে একদিন কোনো এক মাইকে শুনলেন শেখ মুজিবের ভাষণ। সেই ভাষণে গায়ে শিহরণ জাগায় স্কুল পড়ুয়া ছোট্টো ছেলেটির। তখন থেকেই বঙ্গবন্ধু নাম ছেলেটির কাছে হয়ে যায় জপমন্ত্র। সংগ্রাম, সাহস, দুর্যোগ, সঙ্কট ও ভয়কে জয় করার হাতিয়ার হিসেবে ছাত্রজীবনেই দীক্ষা গ্রহণ মুজিব মন্ত্রের। সেদিনের সেই ছোট্টো ছেলেটির নাম আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ যিনি সিসিক নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মেয়র পদে অংশ নিতে ইচ্ছুক। ইতোমধ্যে দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমাও দিয়েছেন তিনি। আওয়ামী লীগের হয়ে এ পর্যন্ত দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন অন্তত ১০ জন নেতা। তবে শেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু একজন। যদিও দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ভাবে নাম জানা যাবে শনিবার।
আনোয়ারুজ্জামান চৌধুরী স্কুল জীবন থেকেই মুজিবাদর্শের ঝান্ডা নিয়ে নিজ গ্রামের গন্ডি শেষে কলেজ জীবনেও সামিল থাকেন ছাত্রলীগের পতাকাতলে। প্রবাস জীবনেও ভুলেন নি নিজের আদর্শিক রাজনৈতিক শেঁকড়। একই ছাঁয়ায় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি শেষে সুদূর যুক্তরাজ্যে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। এই যাত্রায় নানা চড়াই-উৎরাই আর ধকল সামলিয়েছেন নিজের মেধা দিয়ে। প্রজ্ঞাবান এবং বিচক্ষণ রাজনীতির মতোই দুর্যোগ-দুর্বিপাকেও হাল ছাড়েন নি, উপরন্ত আঁকড়ে ধরেছেন। সম্প্রতি তিনি বিশেষ আহবানে ফিরে এসেছেন দেশের মাঠিতে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখেই আনোয়ারুজ্জামান চৌধুরীর দেশে আগমণ-এমন আওয়াজ ছড়িয়ে পড়ছে নগর বাসীর মুখে মুখে। ফলে নগরবাসীর অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু এই আনোয়ারুজ্জামান চৌধুরী।
নগরের ভোটাররা বলছেন, সিসিকে আওয়ামী লীগের হয়ে মেয়র পদে নির্বাচনের ঘোষণার পর থেকে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তিনি। দলের মহানগর শাখার ডাকসাইটে নেতাদের সমর্থন আদায় করে নিয়েছেন দ্রুততম সময়ে। এমনকি জেলা আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারাও দলীয় প্রার্থী হিসেবে পছন্দের শীর্ষে রেখেছেন আনোয়ার চৌধুরীকে। তাছাড়া, জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনগুলো একযোগে কাজ করছেন আনোয়ার চৌধুরীর পক্ষে। ভোটাররা ভাবছেন দলীয়ভাবে অংশ নিতে চাওয়া বাকী ৯ প্রার্থীর পক্ষে এমন প্রচারণা না থাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে বিজয় অর্জন খুবই সহজ।
দলীয় একটি সূত্র জানায়, দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ সময়ে আনোয়ারুজ্জামান চৌধুরীকেই দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করবেন। তাদের দাবি-বিগত সময়ের মতো সিসিকের মেয়র পদটি হারাতে চায় না আওয়ামী লীগ। ফলে বিভাজনের অবসান সর্বোপরি মেধাবী ও বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীই সিসিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হচ্ছেন বলে মনে করছেন তারা।