গ্রামকে শহরে রুপান্তর করা হচ্ছে : শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনা সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তিনি সবসময়ই জিজ্ঞেস করেন সুনামগঞ্জের মানুষ সরকারের সুবিধা পাচ্ছে কি-না, তাদের উন্নয়ন হচ্ছে কি-না। হাওরের মানুষের প্রতি শেখ হাসিনা আন্তরিক। তিনি হাওরের মানুষের বিশ্বস্ত বন্ধু। এ সরকারের সুযোগ্য নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারে নি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রুপান্তর করা হচ্ছে।
রোববার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা নারীবান্ধব সরকার, তিনি নারীদের খুব সম্মান করেন। তিনি হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনও বিতরণ করছে সরকার। শুধু টিউবওয়েল নয় কয়েকদিন পর পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানি পেঁছে দেয়া হবে।
দেশে বিদ্যুতের সংকট আছে কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের কোন সংকট নেই। তবে হঠাৎ করেই বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় একটু সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার।
বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার প্রমুখ।