আজ দেখা যাবে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৬:২৪ পূর্বাহ্ণ
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) চলমান শতাব্দীতে বিরল প্রজাতির হাইব্রিড সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে।একবিংশ শতাব্দীতে পৃথিবী প্রায় ২২৪টি সূর্যগ্রহণের সাক্ষী হবে। কিন্তু এর মধ্যে মাত্র সাতটি সূর্যগ্রহণ হবে হাইব্রিড সূর্যগ্রহণ তথা রিং অব ফায়ার।
হাইব্রিড সূর্যগ্রহণ কী ও কীভাবে রিং অব ফায়ার তৈরি হয়?
মূলত এই সময়ে চাঁদ সূর্যের কেন্দ্র বরাবর অবস্থান করে ও সূর্যকে ঢেকে রাখে। ঢেকে রাখা অংশের বাইরের প্রান্তজুড়ে চাঁদের চারপাশে আগুনের বলয় দৃশ্যমান হয়ে ওঠে। চাঁদের কক্ষপথ সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি ঝুঁকে থাকে। তাই এ সময় চাঁদ সৌরমুখের ওপর বা নিচ দিয়ে যায়। সূর্যের চেয়ে চাঁদ প্রায় ৪০০ গুণ ছোট। কিন্তু সূর্যের তুলনায় পৃথিবীর ৪০০ গুণ কাছাকাছি চাঁদের অবস্থান। যার ফলে পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদ-সূর্যের আকার প্রায় একই দেখায়। পূর্ণগ্রহণের সময় সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় চাঁদ আর চারপাশে জ্বলন্ত সূর্যের আলো কয়েক সেকেন্ডের জন্য একটি রিং আকৃতি ধারণ করে।
কোথা থেকে দেখা যাবে রিং অব ফায়ার?
বিশেষ এই সূর্যগ্রহণটি দক্ষিণ প্রশান্ত মহাসাগর অতিক্রম করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব তিমুর, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার অঞ্চলগুলো অতিক্রম করবে। এই অঞ্চলের দেশগুলোতে রিং অব ফায়ার দেখা যাবে। মাদাগাস্কারের দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম কোণে এবং ইন্দোনেশিয়া ও হাওয়াইয়ের সমদূরত্বে উত্তর-পূর্বেও সূর্যগ্রহণটি দেখা যাবে।
পরবর্তী হাইব্রিড সূর্যগ্রহণ কবে?
সর্বশেষ হাইব্রিড সূর্যগ্রহণ হয়েছিল ২০১৩ সালে ও পরবর্তীতে ঘটবে ২০৩১ সালে। স্পেস ডটকম বলছে, পরবর্তী শতাব্দীতে ২১৬৪ সালের ২৩ মার্চ হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যেতে পারে বলে জানিয়েছেন মহাকাশ পর্যবেক্ষকরা।