নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন আনোয়ারুজ্জামান চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৭:০৭ পূর্বাহ্ণ
সিলেট নগরবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এক শুভেচ্ছা বার্তায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আল্লাহর দরবারে তার শ্রেষ্টত্ব ও মহত্বের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করার আনন্দ উৎসবই হচ্ছে ঈদুল ফিতর। ঈদ পৃথিবীতে জান্নাতি সুখের নমুনা। ঈদের দিনে ঈদের ময়দানে উপস্থিত হয়ে নামাজ আদায় করা একটা বড় ইবাদত। তিনি বলেন, ঈদুল ফিতরে যেমন আছে আনন্দ ও ইবাদত, তেমনি আছে সুসংঘবদ্ধতার মহান শিক্ষা। ঈদ রুচিশীল ও মননশীল সংস্কৃতির শিক্ষা দেয়। ঈদ উৎসব সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শেখায়। তাছাড়া ঈদুল ফিতর এক উজ্জ্বল ও সুন্দর শৃঙ্খলাবোধের সম্মিলন ঘটায়।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার রূপকল্প-২০৪১-এর ঘোষণা করেছেন। ‘স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি-এ চারটি মৌলিক স্তম্ভের ওপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। দেশের প্রতিটি নাগরিক প্রযুক্তি ব্যবহারে হবে দক্ষ ও উপযোগী, অর্থনীতির সব লেনদেন ও ব্যবহার হবে প্রযুক্তিনির্ভর, সরকারি সব সুযোগ-সুবিধা ও কর্মকাণ্ডসহ সর্বত্র হবে প্রযুক্তির ব্যবহার এবং আমাদের পুরো সমাজটাই হবে প্রযুক্তিবান্ধব।’ যার মূল হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ।
তিনি বলেন নগরবাসীর সেবক হয়ে পাশে থাকতে চাই আমৃত্যু। এমন পরিস্থিতিতে ‘স্মার্ট সোসাইটি’ ক্রমবর্ধমান সকল চ্যালেঞ্জ যেমন- প্রয়োজনীয় এবং মানসম্মত খাদ্য, পানি, চিকিৎসা ও শক্তি সরবরাহের জন্য পরিবেশগত উদ্বেগের পাশাপাশি পরিবহণ, অবকাঠামো মোকাবিলা করে নাগরিক কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি স্মার্ট সিলেট গঠনে সকলকে ভেদাভেদ ভুলে পাশে থাকার আহবান জানান।