নগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক জাকির

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৭:১০ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপলক্ষ্যে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীসহ ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, প্রতিবছর ঈদুল ফিতর আসে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে। এই বার্তা সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় সকল জনগণসহ দেশবাসীর অনাবিল সুখ-শান্তির পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক মহামারীমুক্ত এক সুন্দর পৃথিবী, সেই প্রত্যাশা করে সকলের কল্যাণ কামনা করেছেন।