সুনামগঞ্জ জেলা যুবলীগ আহবায়কের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৬:৪৪ পূর্বাহ্ণ
দেশবাসীসহ সুনামগঞ্জবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক খায়রুল হুদা চপল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মানেই বিশ্বব্যাপী আনন্দ আর উৎসবের হাওয়া।
তিনি বলেন, ঈদ-উল-ফিতর এসেছে তার আনন্দ সবার ভেতর ভাগ করে নিতে হবে কোনো বৈষম্য ছাড়া। শুধু নিজের খুশির দিকে তাকালেই হবে না, মানুষের খুশির দিকেও খেয়াল রাখতে হবে আমাদের।
তিনি বলেন, যে সমাজে মানুষের পাশে মানুষ নেই, সেই সমাজ কখনোই বাসযোগ্য এবং কল্যাণকামী হতে পারে না। নইলে, এই এক মাসের সকল সাধনা বিফলে যেতে পারে। মানুষ আরো বেশি সহানুভূতিশীল হয়ে উঠুক- পবিত্র ঈদে এই আমাদের আশা। সবার ঈদ হোক সুন্দর, আনন্দময়, নিরাপদ এবং উৎসবময়।