যুক্তরাজ্য ন্যাপ সভাপতি আবদুল আজিজের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৭:১৬ পূর্বাহ্ণ
প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর যুক্তরাজ্য সভাপতি আবদুল আজিজ ময়না মিয়া দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আরবি শব্দ। যার অর্থ ফিরে আসা। এমন দিনকে ঈদ বলা হয় যে দিন মানুষ একত্র হয় ও দিনটি বারবার ফিরে আসে। এ শব্দ দ্বারা এ দিবসের নাম রাখার তাৎপর্য হলো আল্লাহতায়ালা এদিন তার বান্দাদের নিয়ামত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করেন ও বারবার তার ইহসানের দৃষ্টি দান করেন।
তিনি বলেন, ঈদ মুসলমানদের জীবনে শুধুমাত্র আনন্দ-উৎসবই নয়, বরং এটি একটি মহান ইবাদাত যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা খুঁজে পায়, ধনী-গরীব, কলো-সাদা, ছোট-বড়, দেশী-বিদেশী সকল ভেদাভেদ ভুলে যায় এবং সর্বশ্রেণী ও সকল বয়সের নারী-পুরুষ ঈদের জামাতে শামিল হয়।
তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অটুঁট থেকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজে সবাইকে মনোনিবেশ করতে হবে। তবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ যথার্থ অর্থেই শান্তির রও বাসযোগ্য জনপদ হিসেবে বহির্বিশ্বে আরও গুরুত্ব লাভ করবে।