নিউইয়র্ক যুবলীগ নেতা মাহমুদুর রহমানের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৭:২০ পূর্বাহ্ণ
দেশে ও বিদেশে অবস্থানরত সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্ক মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিউজ পোর্টাল বাংলানিউজ এনওয়াইয়ের চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের যথাযথ শিক্ষা গ্রহণ প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। সেই শিক্ষায় উজ্জীবিত হলে মানুষের নৈতিক পরিবর্তন আসতে বাধ্য।
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে আনন্দ, আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। তিনি বলেন, যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।