লায়ন বিলকিছ নূরের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৭:৩৬ পূর্বাহ্ণ
দেশবাসীসহ সিলেটবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সমবায় সমিতির চেয়ারম্যান, লায়ন ও বিশিষ্ট নারী উদ্যোক্তা বিলকিছ নূর।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এর পিছনে রয়েছে ধর্মপ্রাণ মানুষের ত্যাগ তিতিক্ষা এবং নিবেদিত প্রাণের আকুতি। ঈদুল ফিতরের আরেক অর্থ স্বাভাবিকতায় ফিরে আসার আনন্দ উৎসব।
তিনি বলেন, ঈদুল ফিতর প্রতি বছর আবির্ভূত হয় মানুষে মানুষে ভেদাভেদ দূর করার জন্যই। সব মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে এক সুদৃঢ় মানববন্ধন তৈরী করে দেয় ঈদুল ফিতর। স্বভাবের চাহিদাসমুহকে উপেক্ষা করে কঠোর আত্মসংযম ও আত্মশুদ্ধির কার্যকর ও বাস্তবরূপ ধারন করে এই ঈদুল ফিতর। সর্বাত্মকভাবে জীবনের প্রতিমূহুর্তে ঈদের মূল বার্তা গ্রহণ করতে পারলে পৃথিবীটা প্রকৃত সুখের ও শান্তির হয়ে উঠবে।