সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও রোডে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ কিশোর নিহত ও আরো দুজন আহত হয়েছেন। নিহত কিশোরের নাম রাজিব (১৩)। সে জালালাবাদ থানার টুকেরবাজারের তালুকদারপাড়া গ্রামের সমছুল হকের ছেলে।
এ দুর্ঘটনায় আহত দুজন হলেন- টুকেরবাজারের তালুকদারপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে ফয়সল আহমদ (২৫) ও মোটরসাইকেল চালক মৃত আব্দুস শহিদের ছেলে মুহিবুর রহমান (৩৫)। বৃহস্পতিবার দুপুর ১টায় কুমারগাঁও রোডের টুকেরবাজারে এ দুর্ঘটনা ঘটে।
জালালাবাদ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। এসময় আহত অপর ২ জনকে ভর্তি করা হয়েছে।