তাহিরপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৩, ৬:৩৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুরে মন্নাছ নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বাদাঘাট-গুটিলা সড়ক থেকে শনিবার (২২ এপ্রিল ) রাতে তাকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত মন্নাছ উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
রোববার তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে জানান, মন্নাছকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, ২০২০ সালে একটি মামলায় উপজেলার গুটিলা গ্রামের মন্নাছকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক এক মাসের সাজা প্রদান করেন। ওই মামলায় রায়ের পর গত কয়েকমাস ধরে আত্মগোপনে ছিলেন মন্নাছ। এরপর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী বিট অফিসার এএসআই মো. নাজিম উদ্দিন গোপন সংবাদের ভিক্তিতে শনিবার রাতে উপজেলার বাদাঘাট-গুটিলা সড়ক থেকে তাকে গ্রেফতার করেন।