কলকাতা, তোমাকে ভালোবাসি: পরী মণি

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ
কলকাতায় আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢালিউড অভিনেত্রী পরী মণি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই নায়িকার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
২০১৫ সালে সিনেমায় অভিষেক হয় পরী মণি। এরপর অভিনেত্রী হিসেবে অর্জনের ঝুলি তার অসংখ্য। আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে এবার তার প্রাপ্তির ঝুলিতে যুক্ত হলো আরো একটি সম্মাননা।
সোমবার (২৪ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে এই চিত্রনায়িকা লেখেন, এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক এবং অনুসারী যারা রয়েছেন আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি।
প্রতিবছর দুই বাংলার তারকাদের মধ্য থেকে ‘বছরের বেস্ট (সেরা)’ নির্বাচিত করে পুরস্কার দেয় আনন্দবাজার পত্রিকা। এবার তারা পরী মণিকে সেই পুরস্কার দিয়েছে।