শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ দুপুর ১২.৫৫ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে।
২৯ এপ্রিল প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগে বাংলাদেশ দল ২৭ এপ্রিল একটি প্রস্ততি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে। সফরের বাকি ২টি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২ ও ৪ মে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর পিসারা ওভালে।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মে কলম্বোর এসএসসি গ্রাউন্ডে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মে।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃঞ্চা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।