আনুশকার সঙ্গে সেলফি তুলতে গিয়ে কোহলির এ কী হলো!

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৩, ৯:১৮ অপরাহ্ণ
স্ত্রী আনুশকাকে নিয়ে বেঙ্গালুরুরের এক রেস্তোরায় খেতে গিয়েছিলেন বিরাট কোহলি। তারকা দম্পতি রেস্তোরা থেকে বের হতেই দেখা যায় সেই চেনা ছবি। চারিদিকে ভিড়। সকবাই একটি বার খুব কাছ থেকে বিরাট ও আনুশকাকে দেখতে চান, তাদের ছুয়ে দেখতে চান। এই পর্যন্ত ঠিকই ছিল। ভিড় বাড়তেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
কিছু লোকজন খুব আনুশকার কাছাকাছি চলে আসার চেষ্টা করে। তার গা ঘেসে সেলফি তোলার চেষ্টা করেন। আর এতেই বিরক্ত হন বিরাট।
এমনিতেই রগচটা বলেই পরিচিতি রয়েছে বিরাটের। এধরনের ঘটনায় তার চোখে মুখেই ছিল বিরক্তির ছাপ। রেগে গিয়ে সামনে দাড়িয়ে থাকা লোকজনের উদ্দেশ্যে কিছু কথা বলতে শোনা যায় বিরাটকে। ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীরা বিরাট ও আনুশকাকে গাড়ি পর্যন্ত পৌছে দেন।
বিরাট-আনুশকা এই ভিডিয়োটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ওদের দেখেই বেশ বোঝা যাচ্ছে, ওরা বিরক্ত। কারোর কটাক্ষ, দুজনেই ফালতু। কেউ আবার বিরুশকার পাশে দাড়িয়ে বলেছেন, তারকাদের জন্য খারাপ লাগে, যখন ওরা পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েয়ো এভাবে ভিড়ের মুখোমুখি হন।
এদিকে গত রবিবার ২৩ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের খেলায় একটি ক্যাচ ধরে স্ট্যান্ডে দাড়িয়ে থাকা স্ত্রীর উদ্দেশ্যে চুমু ছুড়ে দেন বিরাট। বরের কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে যান অনুশকা, হেসেও ফেলেন। আর সেই দৃশ্য উঠে আসে টিভির পর্দায়। ভাইরাল হয় সেই ছবি-ভিডিও।