আরিফকে চ্যালেঞ্জ আনোয়ারুজ্জামানের

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৩, ১১:১৩ অপরাহ্ণ
মেয়র আরিফুল হককে চ্যালেঞ্জ দিলেন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, এবারের নির্বাচনে সিলেটবাসী মেয়র পদে পরিবর্তন চান। আরিফুল হক চৌধুরী নির্বাচনে এলেও তারা নৌকার জয় নিশ্চিত করবেন। এ সময় তিনি আরও বলেন,গত দুই মেয়াদে মেয়র পদে থেকে বিএনপির আরিফুল হক চৌধুরী জনগনের আকাংখা পূরণে ব্যর্থ হয়েছেন। তাই এবার তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী নৌকার পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন দলের নেতা কর্মীরা।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির জরুরী সভায় তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলছে উন্নয়নের জোয়ার। সেই জোয়ারে সিলেট সিটি করপোরেশনও থাকার কথা। সেজন্য সরকার গত ১০ বছরে প্রচুর বরাদ্দ দিয়েছেন। কিন্তু কাংখিত উন্নয়নের ছিটেফোটাও হয়নি এখানে। বরং বর্তমান মেয়রের নেতৃত্বে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। দিনেদিনে জনদুর্ভোগ কেবল বেড়েই চলেছে। এ অবস্থা থেকে উত্তরণে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের প্রতিটি সদস্যকে একেকজন নৌকার মাঝি হিসাবে মাঠে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। বিশেষ করে সিলেট মহানগরীর জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, শহররক্ষা বাঁধ নির্মাণ, রাস্তাঘাট সম্প্রসারণসহ পরিকল্পিত নগরায়নের স্বার্থে এবং নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হলে নগরভবনে আওয়ামী লীগের নেতৃত্ব নিশ্চিত করা জরুরী। আর তা করতে হলে সবাইকে প্রতিটি পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগনের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে।
সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের পরিচালনায় অনুষ্ঠিত এ জরুরী সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ সভাপতি, মফুর আলী, আসাদ উদ্দিন আহমদ, আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নূরুল ইসলাম পতুল, প্রদীপ ভট্টাচার্য, মোঃ সানাওর, জগদীশ দাশ,সম্পাদক পরিচালনায়, এ,টি,এম হাসান জেবুল,আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, গোলাম সোবহান, চৌ দিপন, মোখলেছুর রহমান কামরান, খোন্দকার মহসিন কামরান, নজমুল ইসলাম এহিয়া, আব্দুর রহমান জামিল,আজহার উদ্দিন জাহাঙ্গীর, আসমা আহমদ, মোঃ জুবের খান, সেলিম আহমদ সেলিম,ইলিয়াছুর রহমান,আজিজুল হক মন্জু, রজত কান্তি গপ্ত,ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, এডঃ সৈয়দ শামীম,এডঃ সালেহ আহমদ সেলিম, ডাঃ আরমান আহমদ শিপলু, সোয়েব আহমদ, লায়েক আহমদ চৌ, সদস্য- আজম খান, আব্দুল আহাদ মিরন, প্রিন্স সদরুজ্জামান, মোঃ আব্দুল আজিম জুনেল, নেরুননেছা হেনা, মোঃ শাহজাহান, মুক্তারখান, এডঃ মোঃ জাহিদ সরোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদিপ দে, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, রোখশানা পারভিন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জাফর আহমদ চৌ, লিপন বক্স,জামাল আহমদ চৌ, খলিল আহমদ, আবুল মহসিন চৌ মাসুদ, আতিকুর রহমান সুয়েদ,শিপা বেগম, এডঃ তারান্নুম চৌ, জুমাদিন আহমদ, রকিবুল ইসলাম ঝলক, সভাপতিত্ব, মাসুক উদ্দিন আহমদ। সভায় অচিরেই বর্ধিত সভা করার সিদ্ধান্ত হয় ।