দু’দিন ব্যাপী কর্মসূচী নিয়ে শুক্রবার সিলেট আসছেন ড. অরূপ রতন

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ণ
দেশের প্রখ্যাত চিকিৎসক ও সিলেট-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ড. অরূপ রতন চৌধুরী সিলেট আসছেন শুক্রবার। “মাদকমুক্ত বাংলাদেশ গড়তে রাজনৈতিক অঙ্গীকার”-এই শ্লোগানকে সামনে রেখে বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলায় দু’দিনব্যাপী কর্মসূচীতে যোগ দিবেন তিনি। কর্মসূচীর মধ্যে রনয়েছে শুক্রবার সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি ওসমানী নগর উপজেলায় গণসংযোগ কর্মসূচী। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইয়াহহিয়া কনভেনশন সেন্টারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর উদ্বোধন।
মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা “মানস” এর প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।