শিব বাড়ির মোড় নাম পরিবর্তন করে “বঙ্গবন্ধু চত্বর” : সনাতন পার্টির প্রতিবাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৩, ৫:২৫ পূর্বাহ্ণ
খুলনার ঐতিহ্যবাহী শিব বাড়ির মোড়- এর নাম পরিবর্তন করে “বঙ্গবন্ধু চত্বর” নামকরণ সিদ্বান্তের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সনাতন পার্টি। একই সাথে “বঙ্গবন্ধু চত্ত্বরের”নাম পরিবর্তন করে “আবু নাসের চত্ত্বর”নামকরন সিদ্বান্তের বিষয়টিও প্রবল আপত্তিকর বলে বিবৃতি দিয়েছে সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. সুমন কুমার রায় স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নাম পরিবর্তণের জন্য আগামী ৩০ এপ্রিল খুলনা সিটি কর্পোরেশন ধার্যকৃত বৈঠক একটি দুরভিসন্ধিমূলক চক্রান্ত এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিকল্পিতভাবে কৌশলে হেয় করার একটি অপকৌশলমাত্র।
বিবৃতিতে বলা হয়, শিব বাড়ির মোড় নামটি পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর নামকরন করা বাংলাদেশ সনাতন পার্টি(BSP)-এর পক্ষ থেকে এ জঘন্য সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। এ ধরনের সিদ্ধান্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানের অন্তরায় বলে বাংলাদেশ সনাতন পার্টি(BSP) মনে করে।এ ধরনের সিদ্ধান্ত সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে ও অস্তিত্বে মারত্বক আঘাত বলে বাংলদেশ সনাতন পার্টি(BSP)- মনে করে।
এ ধরনের জঘন্য সিদ্ধান্ত যেন আগমী ৩০/৪/২৩ তারিখ গৃহীত না হয়, তার জন্য সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।