হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ণ
হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে গুলশান বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া শাখা সদস্য শায়রুল কবির খান।
সাংবাদিকদের মুখোমুখি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের অন্যতম সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. জেডএম জাহিদ হোসেন। রাত নয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. জেডএম জাহিদ হোসেন হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কিছু পরীক্ষা আজ হয়েছে, আগামী কয়েকদিন আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে তিনি কতদিন হাসপাতালে থাকবেন।
এর আগে, শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়িবহর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতালে পৌঁছায়। জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা ও কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।
পাশাপাশি, হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথিকেও দেখা যায়।
খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে- এমন খবর পেয়ে দলের নেতাকর্মীরা গতকাল শুক্রবার দুপুর থেকে গুলশানে তার বাসভবনের সামনে ভিড় করেন। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এছাড়া, খালেদা জিয়াকে হাসাপাতালে নেয়ার খবরে বিকেল থেকে এভার কেয়ার হাসপাতালের সামনেও ভিড় করতে দেখা যায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের। পরে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি হাসপাতালে যাচ্ছেন, উনার চিকিৎসা দরকার। তিনি অত্যন্ত অসুস্থ। সেজন্য তার বিদেশে চিকিৎসা দরকার। যেহেতু সরকার সেটা দিচ্ছে না, সে কারণে দেশেই তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য সবাই দোয়া করবেন।
এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। ২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর থেকে গুলশানের বাসায়ই থাকছেন তিনি।