মে দিবসকে সামনে রেখে গ্রাসরুটস’র সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মে দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস এর উদ্যোগে ১লা মে সোমবার বিকাল ৪টা থেকে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সভায় সিলেটের শ্রমজীবী, সকল ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।