তত্ত্বাবধায়ক ইস্যুতে বিদেশি কোনো চাপ নেই: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো দেশের পক্ষ থেকে চাপ নেই। বন্ধু রাষ্ট্র হিসেবে সকলেই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।
রবিবার (৭ মে) দুপুরে রাজধানী বনানীর সেতুভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বোর্ড সভা শেষে এক ব্রিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
তত্ত্বাবধায়ক নামক মৃত ইস্যুকে জীবিত করতে চাই না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একটি পক্ষপাতমূলক তত্ত্বাবধায়ক সরকার চায়। যারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।