শাবির সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক মিজানুর

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মুহঃ মিজানুর রহমান। আগামী তিন বছর এ পদে তিনি দায়িত্ব পালন করবেন। সোমবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় তাকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একই সাথে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহঃ মিজানুর রহমান কে উক্ত পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।