জৈন্তায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ
সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় ট্রাক ও গরু বহনকারী পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ গরু ব্যবসায়ী নিহত ও পিকআপ চালকসহ ২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ মে) সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগং নামক স্থানে ভারতীয় ৫টি গরু বহনকারী একটি পিকআপ গাড়ী জৈন্তাপুর বাজারে আসার পথে সিলেট অভিমুখে যাওয়া ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গরুর সাথে থাকা ২জন নিহত হন এবং অপর ২জন গুরুতর আহত হন।
নিহতরা হল, উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ (৩৫)। আহতরা হল, পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০) ও হেলিরাই (লুৎমাইল) গ্রামের আরফিজ আলীর ছেলে রুহুল আহমদ।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনর্চাজ ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান ইনতাজ আলী, ফখরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের টিম। ফায়ার সার্ভিসের টিমের সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ী জব্দ করা হয় এবং লাশ দুটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশ খতিয়ে দেখবে বলে জানান।