চাঁপাইনবাবগঞ্জে ৪০০ হজযাত্রীকে আনুষ্ঠানিক বিদায় সম্ভাষণ

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ৪০০ জন হজযাত্রীকে পবিত্র হজ পালনে গমণ প্রাক্কালে তাদের সুস্বাস্থ্য, সঠিক ভাবে হজব্রত পালন ও সুষ্ঠুভাবে ফেরার জন্য দোয়া মাহফিল ও আনুষ্ঠানিক বিদায় সম্ভাষণ জানানো হয়েছে। শনিবার ( ২০ মে) বেলা ১১টার দিকে হজযাত্রীদের বিশেষ সম্মানার্থে দ্বারিয়াপুর বাজার সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয় ।
চাঁপাইনবাবগঞ্জ দ্বারিয়াপুর হাজী পরিষদ ও হাফিজিয়া মাদ্রাসা কমিটি এই আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও হাজী পরিষদ সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মতিন মাওলানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন।
বক্তারা বলেন, যে উদ্দেশ্য নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাচ্ছি সেটা যেন মনের আশা পূরণ হয় এবং আমারও যেন পুনরায় হজ্ব পালন করে দেশে আসতে পারি এবং সকলকে নেক হায়াত দান করুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল জলিল। কৃষিবিদ মোঃ রোকন-উজ্জামান, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ। মোঃ একরামুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আকতারুল ইসলাম, পরিচালক, রনক অটো রাইস মিলস্, চাঁপাইনবাবগঞ্জ। আলহাজ্ব মোঃ আবুল কাসেম, হজ্ব কাফেলা হুদায়বিয়া ট্রাভেলস, চাঁপাইনবাবগঞ্জ। মোঃ আব্দুল জাব্বার, হজ্ব কাফেলা রাজ ট্রাভেলস, চাঁপাইনবাবগঞ্জ। মোঃ আব্দুল আজিজ, পরিচালক, হজ্ব কাফেলা রাজ ট্রাভেলস, চাঁপাইনবাবগঞ্জ হাজী পরিষদ, দ্বারিয়াপুর, চাঁপাইনবাবগঞ্জ।
এছাড়াও নবাগত হাজীযাত্রী ও দারিয়াপুর গোরস্থান হাফিজা মাদ্রাসার ছাত্র আশেপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ গন জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।