নগরে অস্ত্রমহড়ায় তোলপাড় : ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার চিঠি

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৯:৪৬ পূর্বাহ্ণ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে সায়ীদ মো. আবদুল্লাহ নামের ওই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন। আগ্নেয়াস্ত্রের মহড়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নগরজুড়ে তোলপাড় চলছে।
সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাটি মঙ্গলবার (৬ জুন) সকালের। তবে বৃহস্পতিবার (৮ জুন) বিকেল থেকে ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সায়ীদ মো. আবদুল্লাহ লিখিত অভিযোগে বলেন, গত মঙ্গলবার আনুমানিক সকাল ছয়টার দিকে বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের নেতৃত্বে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর বাসার ফটকের সামনে আসে। এ সময় সন্ত্রাসীরা বন্দুক তাক করে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। পাশাপাশি ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
সিটি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রচার-প্রচারণা বন্ধ রাখার জন্য সায়ীদ মো. আবদুল্লাহকে হুমকি দেওয়া হচ্ছে বলেও লিখিত অভিযোগে বলা হয়। ওই লিখিত অভিযোগে সায়ীদ মো. আবদুল্লাহ আরও জানিয়েছেন, আফতাব ও তাঁর অনুসারীরা ওয়ার্ডের পাড়া-মহল্লায় বলে বেড়াচ্ছেন, নির্বাচনের দিন তাঁরা সব কেন্দ্র দখল করে রাখবেন এবং কাউকে ভোট দিতে দেবেন না। কেউ যদি ভোট দিতে যান, তাহলে প্রাণে মেরে ফেলা হবে।
এ বিষয়ে লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ বলেন, সশস্ত্র মহড়া দিয়ে জনগণকে ভীতসন্ত্রস্থ করে ভোটের ফলাফল পাল্টানোর ষড়যন্ত্র করা হচ্ছে। আমি শুক্রবার এ ব্যাপারে লিখিতভাবে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছি। এছাড়া এর অনুলিপি এসএমপি কমিশনার, বিমানবন্দর থানা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা বরাবরে দাখিল করেছি। আবেদনের সাথে অভিযোগ, পত্রিকা কার্টিং ও সিসি ক্যামেরার ফুটেজ সম্বলিত প্যানড্রাইভ দাখিল করেছি।
এদিকে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর পদপ্রার্থীর বাসার সামনে সশস্ত্র মহড়ার ঘটনায় কাউন্সিলর প্রার্থী ও মহানগর স্বেচ্ছসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের শুক্রবার এই চিঠি দিয়েছেন। চিঠির অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককেও প্রদান করা হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান বলেন, আমি প্রতিদিনই প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু অস্ত্র প্রদর্শনের কোনো ঘটনা ঘটেনি। কেউ করে থাকলে আমার জানা নেই।