হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শাহপরান থানা শাখার বর্ধিত সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৬:২৪ পূর্বাহ্ণ
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শাহপরান থানা শাখার বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। মেজরটিলার দেবপুরে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বাবু ধীরেন্দ্র দেবনাথ। সাধারণ সম্পাদক আশিষ রায়ের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিধান কুমার দাস। সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক জি ডি রুমো।
এসময় বক্তারা বলেন, সামনে নির্বাচন আসছে তাই আমাদের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। কারন নির্বাচন আসলেই এদেশের নিরপরাধ সংখ্যালঘুদের অন্যায় ভাবে অত্যাচারিত হতে হয়। তাই প্রতিটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান বক্তারা। বক্তারা বলেন, অচিরেই সরকার যাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর ৭ দফা দাবি মেনে নেয় সেজন্য চলমান আন্দোলনে সকলের অংশগ্রহণ অতীব জরুরী।
সভায় সংগঠন এর সকল নেতাকর্মীকে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মেনে কাজ করার আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন শাহপরান থানা শাখার সাংগঠনিক সম্পাদক ডাবলু দেব, মহিলা সম্পাদিকা ইলা সিংহ, সুমিলী পাত্র, জগদীশ চন্দ্র দাশ, মিলন ওরাং,নিহার রঞ্জন রায়, সন্দ্বীপ দাশ, লিটন চন্দ্র দে, প্রফুল্ল চন্দ্র দাসসহ প্রমুখ।