হবিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৪:৫৭ অপরাহ্ণ
দীর্ঘ সাত বছর পর হবিগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক নয়া কমিটি গঠন করা হয়েছে। এতে শাহ রাজিব আহমেদ রিংগন সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটির অনুমোদন দেন। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কমিটিতে হাফিজুল ইসলাম হাফিজ সিনিয়র সহ সভাপতি, আব্দুল আহাদ তুষার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুব রহমান শাওন যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোলাম মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।