শ্রীমঙ্গলে দেশীয় ফলের উৎসব

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মধুমাসের সকালে ‘আমরা করবো জয়’ ফাউন্ডেশনের উদ্যোগে দেশীয় ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন ২০২৩) সকাল ১১টায় শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ মডেল টেকনিক্যাল স্কুলে দেশীয় ফলের উৎসব অনুষ্ঠিত হয়। ‘আমরা করবো জয়’ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাহবুবুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফল উৎসবের আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, এস আর ট্রান্সপোর্টের প্রো: শাহিনুর রহমান শামীম, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: মো. একরামুল কবীর, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, আমরা করবো জয় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মোস্তফা (সার্ভেয়ার), মেরিগোল্ড হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জিত বিশ্বাস, শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ইউসুফ মিয়া, ডা: আফসানা তাসরীন ও সমাজকর্মী আফজাল তরফদার প্রমুখ।
শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ও পুষ্টিগুণ সম্পর্কে জানাতে ২০১৫সাল থেকে ‘আমরা করবো জয় ফাউন্ডেশন’ প্রতি বছর এমন আয়োজন করে থাকে। এসময় আম, জাম, কাঁঠাল, আনারসসহ বিভিন্ন প্রকারের দেশীয় ফল পরিবেশন করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমাদের দেশে মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমাণে অনন্য৷ নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ তাই স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেশীয় ফলের উৎসব করা খুবই প্রয়োজন। বাসা বাড়ীতে স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা এখন দেশীয় ফল খেতে চায় না এর কারণ দেশীয় ফলের সম্পর্কে অনেক কিছুই জানেনা তারা তাই প্রতি বছর সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসব পালন করা খুবই প্রয়োজন। সবাই মিলে একসাথে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন৷’