টেস্ট খেলা হচ্ছে না তামিম ইকবালের

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ৫:১৩ পূর্বাহ্ণ
চোটের কারণে কাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তামিম ইকবালের।
কোমরের ব্যথার কারণে শুরু থেকেই এই টেস্টে অনিশ্চিত ছিলেন তামিম। আজ দুপুরে মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিশ্চিত করে বলতে পারেননি, তামিম খেলবেন কি না। বলেছিলেন, ব্যাটিং–ফিল্ডিং অনুশীলনের পর তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপরই চূড়ান্ত কিছু বলা যাবে।
তামিম দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। ২৫ মিনিটের অনুশীলনে প্রায় সব বলই তিনি খেলেছেন সামনের পায়ে। ব্যাক ফুটে বলতে গেলে খেলেনইনি। এরপর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে ক্যাচ অনুশীলন করেছেন। বিকেলে দলের একটি সূত্র থেকে জানা গেল, তামিমের শেষ পর্যন্ত এই টেস্টে খেলা হচ্ছে না। কোমরের ব্যথার তীব্রতা কমেনি বলেই এই সিদ্ধান্ত।
তামিমের ফিটনেসের অবস্থা ৮০ শতাংশের বেশি ফিট বলা যাচ্ছে না। এরকম ফিটনেস নিয়ে পাঁচ দিন ঠিকঠাক মাঠে থাকতে পারা নিয়েই শঙ্কা আছে। তিনি যদি খেলেনও, দুই ইনিংসে ব্যাটিং করা, পুরো টেস্টে ফিল্ডিং করতে পারা সবকিছু নিয়েই অনিশ্চয়তা থাকবে।