মিরপুর টেস্ট : ক্যারিয়ারের তৃতীয় শতক পেলেন শান্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ২:৪৯ অপরাহ্ণ
ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছিলেন টেস্টে, শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। ১৬৩ রানের ইনিংসে নাজমুল হোসেন শান্ত মেরেছিলেন ১৭টি চার, স্ট্রাইক রেট ছিল ৪৩.১২।
তার ক্যারিয়ারের তৃতীয় শতক এলো ১১৮ বলে, ১০০ রানের ইনিংসে এখন পর্যন্ত স্ট্রাইক রেট ৮৪.৭৪, মেরেছেন ১৮টি চার। এ শতক শান্ত’র দ্বিতীয় টেস্ট শতকের মতো। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১১৮ বলে ১১৭ রানের ইনিংস, তাতে অবশ্য মেরেছিলেন ৫টি চার, তবে ছিল ৬টি ছক্কা।
অবশ্য বুধবার শতকের কাছে গিয়ে ধীরে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১০৬ বলে করেছিলেন ৯৬ রান। পরের ৪ রান করতে লাগল ১২ বল।
এ টেস্টে শান্ত এসেছেন সীমিত ওভারের ভালো ফর্ম নিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে হওয়া ওয়ানডে সিরিজে শতক করেছিলেন।