মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের সাবিনা

নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৩, ৩:১০ পূর্বাহ্ণ
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হলেন আওয়ামীলীগ নেত্রী,সমাজসেবী ও কবি সাবিনা সুলতানা। তিনি মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর ফয়জুর আনোয়ার আলাওরের সহধর্মীনি।
এদিকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় সাবিনা সুলতানা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা’র প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, কেন্দ্রীয় পদে আমার অন্তর্ভূক্তি সংগঠনের প্রতি দায়বোধ আরও বাড়িয়ে তোলেছে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সকল প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।