দোয়ারাবাজারে ভূমির জরিপি প্রতিবেদনে অনিয়ম: ওয়াকফ ভূমি কর্তনের অভিযোগ

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩, ৬:২০ অপরাহ্ণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভূমির হালজরিপি প্রতিবেদনে অনিয়মের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তঞ্চক অর্থাৎ বাটা দাগসমুহে পরিমান সংশোধন করতে গিয়ে অজ্ঞাতকারণে ১১.০৩ একর ওয়াকফ ভূমি কর্তন করে নেওয়া হয়েছে। দোয়ারাবাজারের সহকারী সেটেলমেন্ট অফিসারের (ভারপ্রাপ্ত) এহেন কর্মকাণ্ডে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজারের ১০৬ নং সাইটনলী মৌজাস্থ এসএ ৯২নং দাগে মোট জমির পরিমান ৬০.০০ একর। হালজরিপি বোঝাতে কয়েকটি দাগ সৃষ্টি করেও এসএ রেকর্ড মোতাবেক এই ভূমির পরিমান ৬০.০০ একরই লিপিবদ্ধ করা হয়। এই দাগে ওয়াকফ এস্টেট’র কয়েক খন্ড ভূমিও রয়েছে। কিন্তু পরবর্তীতে জরিপি কাজে তঞ্চকভাবে বাটা দাগ সমুহ সৃষ্টিকালে এসএ রেকর্ডীয় একই দাগের ৬০ একর-এর স্থলে ৭৯ একর অর্থাৎ১৯ একর বৃদ্ধি করে দেওয়া হয়। ফলে জমির পরিমান নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আশঙ্কা দেখা দেয় দাঙ্গা হাঙ্গামার।
সরেজমিনে বিভিন্ন মালিকানা ভূমি এবং ওয়াকফ এস্টেটর ভূমি মিলে এসএ রেকর্ডীয় এই দাগে ৬০ একর ভূমিই রয়েছে। এ চেয়ে বেশি ভূমি না থাকায় এলাকাবাসীর পক্ষে হাল জরিপি দাগ খতিয়ানে তঞ্চকভাবে লিপিবদ্ধ ৭৯ একরের পরিমান সংশোধনের দাবি জানানো হয়। জোনাল সেটেলমেন্ট অফিসার সিলেট জোন বরাবরে ২০২১ সালের ১১ নভেম্বর জনৈক জোবায়ের আহমদ এ আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে জোনাল অফিসার সরেজমিন পরিদর্শন ও নিরীক্ষণ করে প্রতিবেদন দাখিলের জন্য দোয়ারাবাজারের সহকারী সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফরিদ উদ্দিনকে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফরিদ উদ্দিন গত ২৭ মার্চ ২০২৩ খ্রি. তারিখে জোনাল অফিসে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি ওই ভূমি স্থিত ওয়াকফ এস্টেট’র ৩২৯ দাগের ৩টি খন্ড থেকে ১১.০৩ একর ভূমি কর্তন করে রিপোর্ট দাখিল করেন।
এলাকাবাসীর দাবি এসএ রেকর্ডীয় এই দাগে ব্যক্তি মালিকানাধীন সৃষ্ট অনেক দাগে থাকা সত্বেও ওয়াকফ ভূমি থেকে ১১.০৩ একর ভূমি কর্তন সম্পূর্ন অন্যায় বেআইনী এবং যোগাযোগীমূলে হয়েছে। তাই এলাকাবাসী দোয়ারাবাজারস্থ সহকারী সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফরিদ উদ্দিনের দাখিল করা এ প্রতিবেদন বাতিল এবং ৩৯২ দাগের দাগের ওয়াকফ ভূমি বহাল রাখার জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত দোয়ারাবাজারের সহকারী সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) বলেন, ভুমি কর্তনের এখতিয়ার আমার নেই। আমি জোনাল স্যাটেলমেন্ট অফিসের নির্দেশ এবং সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করেছি।