ভয়ঙ্কর প্রতারক কে এই জাহিদ হাসান ?

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
সিলেটের ভয়ংকর এক প্রতারকের নাম জাহিদ হাসান। যার প্রতারণার ফাঁদে নি:স্ব হয়েছে শতাধিক মানুষ। কারো চাকুরী বদলী, বিদেশ পাঠানো, জমি বিক্রয়, সরকারি কোনো কিছুর অনুমোদন পাইয়ে দেওয়া, বিদেশী পাত্রী, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করানোসহ এমন কোনো কাজ নেই যা তিনি করছেন না। এইসব কিছুর জন্য বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করেন জাহিদ হাসান। কিন্তু টাকা নেওয়ার পর জাহিদের সাথে কেউ যোগাযোগ করতে পারে না। উপরন্তু কেউ টাকা চাইতে গেলে তিনি নিজেকে কখনো বিধান গ্রুপ, কখনো সারওয়ার গ্রুপ আবার কখনো জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গ্রুপের অনুসারী দাবি করে হুমকী প্রদান করেন।
প্রতারক জাহিদ হাসানের বাড়ি সিলেটের দক্ষিনসুরমা উপজেলার তুরুকখলা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শাইস্তা মিয়ার ছেলে। জাহিদ হাসান কখনো জননেত্রী পরিষদের কেন্দ্রীয় নেতা, কখনো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক, কখনো নিজেকে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বলে অভিযোগকারীদের কাছে নিজের পরিচয় ব্যক্ত করেন। এর আগে তুরুকখলা হাড়িয়ার চর গ্রাম থেকে অন্ত্রসহ একবার আটক হন এই জাহিদ হাসান। বর্তমানে জাহিদ হাসানের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে অন্তত ৬ টি। প্রতারক এই জাহিদ হাসানের অভিযোগের ফিরিস্থ ক্রমেই দীর্ঘ হচ্ছে। ধারাবাহিক ভাবে প্রতারণার কাহিনীগুলো তোলে ধরা হবে।
এদিকে জাহিদ হাসানের বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্র নেতা বিধান কুমার সাহার কাছে জা্নতে চাইলে তিনি বলেন, জাহিদ হাসান নামে আমার কোনো কর্মী নেই। তিনি বলেন, বিভিন্ন সভা-সমাবেশ থেকে অনেকেই ছবি তোলেন। আমার সাথে যে কেউ ছবি তোললেই আমার কর্মী হয়ে যায় না। তিনি বলেন, আমি জাহিদ হাসানের বিষয়ে খোঁজ নিচ্ছি। অবশ্যই সন্ধান পেলে বিহীত ব্যবস্থা গ্রহণ করবো।
জাহিদ হাসানের ব্যবহৃত তিনটি মোবাইল নাম্বারে ফোন করেও যোগাযোগ করা সম্ভব না হওয়ায় মন্তব্য আদায় করা সম্ভব হয় নি।