আসছে ঘূর্ণিঝড় ‘খানুন’, গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার

বাংলানিউজ এনওয়াই ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় খানুন। বুধবার (৮ আগস্ট) ঘূর্ণিঝড়টি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলের কাছে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থার কর্মকর্তারা বলছেন, খানুন কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা দ্বীপের উপর দিয়ে ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হতে পারে বলে মনে করছে কর্মকর্তারা।
এদিকে, জাপানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত কিউশুর দক্ষিণাঞ্চল এবং আমামি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেকর্ড-ব্রেকিং বৃষ্টিপাত হতে পারে। কাগোশিমা জেলার আমামি অঞ্চল’সহ অন্যান্য এলাকা এই ঝড়ের কবলে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া কর্মকর্তারা ঝড়ের প্রভাবে তীব্র বাতাস, ভূমিধস, বন্যা ও নিচু এলাকায় অবস্থানরত মানুষকে উচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও জনগণকে আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।