ডাকাত সর্দার বাবুল খাঁ গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ১:১৬ অপরাহ্ণ
একাধিক ডাকাতি মামলার আসামি সিলেটের আলোচিত কুখ্যাত ডাকাত সর্দার বাবুল খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে বিশ্বনাথ উপজেলার বৈরাগীরগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ। আটককৃত ডাকাত সর্দার বাবুল খাঁ (৪৫) বৈরাগীরগাঁও গ্রামের আসন খার ছেলে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা মো. সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলাসহ ৫ টি ডাকাতির মামলা রয়েছে।