আমি চাই না রাজ আসুক: পরীমনি

বিনোদন ডেস্ক :
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
পরীমনি ও শরিফুল রাজ দম্পতির একমাত্র ছেলে রাজ্যর এক বছর পূর্ণ হচ্ছে হলো। দিনটি বর্ণিল আয়োজনে উদযাপন রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন রাখেন পরীমনি। দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও ছেলের এই জন্মদিন উপলক্ষেই গতকাল রাতে পরীমনির বাসায় রাজ্যকে দেখতে হাজির হয়েছিলেন রাজ। কিছুক্ষণ ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলেও আসেন।
এসময় পরীমনির সঙ্গে দেখা করতে চাইলেও দেখা দেননি পরী। আজ সন্ধ্যায় রাজ্যের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হওয়ার কথা আছে রাজের। এ ব্যাপারে পরীমনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত রাতে এসেছিল। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।’
ছেলের সঙ্গে দেখা হলেও ছেলের মায়ের সঙ্গে কেনো দেখা হলো না? প্রশ্নের উত্তরে পরী জানান, আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই। ওর সঙ্গে তো আমার সম্পর্কই নাই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ, তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।’
আজকের ছেলের জন্মদিনের আয়োজনে রাজ এলেও পরীমনি তার সঙ্গে কথা বলবেন না বলে জানান। নায়িকা বলেন, ‘যদি সে আসে আমি কোনো কথা বলব না তার সঙ্গে। সে তার মতো আসবে, তার মতো চলে যাবে। তবে আমি চাই না সে আসুক।’